ওসমানীনগরে সাংবাদিকদের মিলনমেলা: প্রবাসীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়েছে এক বিশেষ ইফতার মাহফিল। কুয়েত প্রবাসী ওসমানীনগর প্রেসক্লাবের দাতা সদস্য মুহাম্মদ হেলাল উদ্দিনের আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) তাজপুর বাজারে ওসমানীনগর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ মাহফিলে প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন রশিদের সঞ্চালনায় সাংবাদিক, বিশিষ্টজন ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু তথ্য প্রচার নয়, এটি সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। দেশের বিভিন্ন সংকট থেকে শুরু করে প্রবাসীদের সংযোগ স্থাপনে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করবেন এবং সমাজের কল্যাণে নিবেদিত থাকবেন।
আলোচনা শেষে প্রবাসী আয়োজক মুহাম্মদ হেলাল উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।