ajkerit

কানাইঘাটে বিতর্কিত সেওতচুরা জলমহাল ইজারায় বিরোধ: প্রকৃত মৎস্যজীবিদের প্রতিবাদে প্রশাসনের আহবান

 


নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের বড় হাওর এলাকায় অবস্থিত সেওতচুরা জলমহাল নিয়ে এলাকার প্রকৃত মৎস্যজীবিরা গভীর অসন্তোষ প্রকাশ করেছেন। অভিযোগ, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিতর্কিত ঝিঙ্গারখাল মৎস্যজীবি সমবায় সমিতিকে স্থানীয় প্রশাসন ইজারা প্রদান করা হয়েছে। তবে, সমিতির সদস্যরা শর্ত লঙ্ঘন করে জৈন্তাপুর উপজেলার কিছু প্রভাবশালী ব্যক্তিদের সাবলীজ প্রদান করে, ফলে জলমহালটি শুকিয়ে মাছ ধরার কাজে ব্যবহার করা হচ্ছে।

প্রকৃত মৎস্যজীবিরা বলেন, "আমরা বারংবার অভিযোগ জানিয়েছি, কিন্তু প্রশাসনের নির্দেশ অমান্য করে প্রভাবশালী ব্যক্তিরা জলমহাল থেকে সাবলীজ নিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।"

সংবাদ অনুসন্ধানে জানা যায়, এলাকাবাসী ও প্রকৃত মৎস্যজীবিরা অভিযোগ তুলেছেন, প্রাক্তন ইউএনও সুমন্ত ব্যানার্জির বিরুদ্ধে, যিনি ঝিঙ্গারখাল সমবায়কে ঢাল হিসেবে ব্যবহার করে আসছেন। এছাড়া, কালাগুল মৎস্যজীবি সমিতির সভাপতি ইসমাঈল আলী, যারা পূর্বে সাবলীজ নিয়ে কাজ করতেন, তাদের বিরুদ্ধে প্রশাসন অভিযোগের ভিত্তিতে কাজ করছে।

সম্প্রতি, ১৪৩২-১৪৩৪ বাংলা সনের জন্য উপজেলা প্রশাসন সেওতচুরা জলমহালসহ অন্যান্য জলমহালের ইজারা বিজ্ঞপ্তি জারি করেছে। এতে ইজারার শর্ত লঙ্ঘনকারী সমিতিগুলোর দরপত্র জমাদানের অভিযোগ উঠে এসেছে। প্রাথমিক যাচাই বাছাইয়ে কাগজপত্রের ভুল ও উন্নয়নের হার্ডকপি সংযুক্ত না করার অভিযোগ তুলে, শাহজালাল ও রহমানিয়া মৎস্যজীবি সমিতিকে অদৃশ্য কারনে যাচাই থেকে বাদ দেওয়া হয়েছে।

শাহজালাল মৎস্যজীবি সমিতির সদস্যরা জানায়, "আমরা ইজারার শর্ত অনুযায়ী দরপত্র জমা দিয়েছি, কিন্তু তা অগ্রহণযোগ্যভাবে বাতিল করা হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাৎক্ষণিক প্রতিকার চেয়েছি।"

এই পরিস্থিতিতে, কানাইঘাটের প্রকৃত মৎস্যজীবিরা স্থানীয় প্রশাসনের কাছে আহবান জানিয়েছে, "বিতর্কিত সমিতিকে ইজারা প্রদান না করে প্রকৃত মৎস্যজীবিদের স্বার্থ রক্ষা করতে ব্যবস্থা নিতে হবে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, "বিধি অনুযায়ী সেওতচুরা জলমহাল ইজারা প্রক্রিয়াধীন রয়েছে। কোনো সমিতি যদি শর্ত অমান্য করে, তবে অভিযোগের ভিত্তিতে ইজারা বাতিল করা হবে।"

এ প্রেক্ষিতে, সিলেট জেলা প্রশাসকও এলাকার প্রকৃত মৎস্যজীবিদের কল্যাণে ও অনিয়ম রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
ajkerit
ajkerit