ajkerit

বালাগঞ্জকে মাদকমুক্ত ঘোষণার পরিকল্পনা: কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের বিশেষ সভা


ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণার লক্ষ্যে দীর্ঘদিন ধরে চলমান কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে বিশেষ কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ সভায় সভাপতির বক্তব্যে বলেন, “বালাগঞ্জ উপজেলাকে আনুষ্ঠানিকভাবে মাদকমুক্ত ঘোষণার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তবে এটি শুধুমাত্র ঘোষণার বিষয় নয়, বরং বাস্তবে কার্যকর করতে আমাদের আরও সুস্পষ্ট পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।”

মঙ্গলবার (৪ মার্চ) সকালে বালাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশিদ, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক এমদাদ উল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুজ্জামান, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, বোয়ালজুড় ইউপি প্যানেল চেয়ারম্যান তজমুল হোসেন জনি, পশ্চিম গৌরীপুর প্যানেল চেয়ারম্যান আমিনুর ইসলাম মধু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, আনসার ভিডিপি কর্মকর্তা হারুন রশিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা হামিম রানা, শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূঁইয়া, তথ্যসেবা কর্মকর্তা সুর্বণা দাশ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আফরোজা আতিক, এনজিও ‘নিরাপদ’-এর সভাপতি শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমির আলী, সাংবাদিক হেলাল আহমদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় মাদকবিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে রয়েছে, মাদক পরিবহনকারী, সরবরাহকারী, ব্যবসায়ী ও সেবনকারীদের তালিকা প্রণয়ন, মাদকসেবীদের চিকিৎসা ও পুনর্বাসন উদ্যোগ, মাদকবিরোধী সভা, সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, পোস্টার, লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা, হটলাইন চালু ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, যারা মাদক ব্যবসা ও সেবন ছেড়ে দিয়েছে, তাদের আর্থিক সহায়তা প্রদান, মাদকের বিরুদ্ধে কাজ করা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে পুরস্কৃত করা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, ব্যবসায়ী, স্কাউট, ইউপি সদস্য ও তরুণদের সম্পৃক্তকরণ, প্রতিটি ইউনিয়ন, বণিক সমিতি, ক্লাব, এনজিও ও শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন।

বালাগঞ্জ উপজেলাকে সত্যিকারের মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণির জনগণকে সম্পৃক্ত করার ওপর জোর দেন ইউএনও সুজিত কুমার চন্দ।

সভার বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন হলে খুব শিগগিরই বালাগঞ্জ উপজেলা মাদকমুক্ত এলাকা হিসেবে স্বীকৃতি পাবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
ajkerit
ajkerit