ajkerit

নগরীর ফুটপাত দখলমুক্ত করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম, প্রশাসনের প্রতি হুঁশিয়ারি!


নিজস্ব প্রতিবেদকঃ সিলেট মহানগরীর ফুটপাতগুলো অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার দুপুরে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সিলেটের সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।


মানববন্ধনে বক্তারা সিলেট নগরীর ফুটপাতগুলো হকারমুক্ত করার জোর দাবি জানান। তারা উল্লেখ করেন, ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছে এবং এই পরিস্থিতি চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ বৃদ্ধিতে সহায়তা করছে। তারা হকারদের নির্ধারিত স্থানে পুনর্বাসনের আহ্বান জানান এবং ২৪ ঘণ্টার মধ্যে ফুটপাত দখলমুক্ত না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।


মানববন্ধনে উপস্থিত ছিলেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের (জেওসিএল) পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক সালেহ আহমদ খসরু, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজন, বেলায়েত হোসেন মোহন প্রমুখ।


বক্তারা সিলেট সিটি কর্পোরেশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ফুটপাতগুলো দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন তাদের দাবির প্রতি সংবেদনশীল হবে এবং নগরবাসীর স্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
ajkerit
ajkerit