অটোটেম্পু-অটোরিকশা চালকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি: সানর মিয়া


নিজস্ব প্রতিবেদক: "পরিবহন শ্রমিকরা শুধু যাত্রী পরিবহনই নয়, দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখছেন," বলেছেন সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক শ্রমিক জোটের সহ-সভাপতি মো. শানর মিয়া। তিনি বলেন, "অটোটেম্পু ও অটোরিকশা শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের সাশ্রয়ী ভ্রমণের সুযোগ সৃষ্টি করছেন। পাশাপাশি, পরিবহন খাত থেকে রাষ্ট্রীয় কোষাগারে বড় অঙ্কের রাজস্বও আসে।


তিনি এই কথা বলেন বুধবার (১৯ মার্চ) সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী শাখা কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে। এই আয়োজন করেন সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক শ্রমিক জোটের কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর, ওভারব্রিজ ও বাইপাস শাখার সভাপতি মো. মুছা মিয়া।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিলেট জেলা কমিটির অর্থ সম্পাদক মো. আনোয়ার মিয়া, কার্যকরী সদস্য মো. সবুজ মিয়া, বিএনপি নেতা আব্দুল হাই, সমাজসেবী মো. সাবলু আহমদ, মো. ইউসুফ আলী, মো. ইসরাইল আলী, কদমতলী শাখার সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, শাখার সদস্য সুমন আহমদ, মোক্তার আলী, মিজানুর রহমান, নুরুল ইসলাম, রাজন আহমদ প্রমুখ।


ইফতার মাহফিল শেষে শাখা কমিটির নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানই আয়োজনের মাধ্যমে পরিবহন শ্রমিকদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয় এবং তাদের অধিকার ও কল্যাণ নিয়ে আলোচনা করা হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন