সিলেটে ইফতার মাহফিলে এসএমপি কমিশনার রেজাউল করিম "দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে চিকিৎসকদের ভূমিকা অপরিসীম"
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম বলেছেন, "স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সার্বজনীন করতে চিকিৎসকদের ভূমিকা অনস্বীকার্য। আল-আমিন অ্যাসোসিয়েটস পিএলসি পরিচালিত সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ, জেনারেল হাসপাতাল ও আল-আমিন নার্সিং কলেজ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখে চলেছে। চিকিৎসা একটি মানবিক ও মহৎ পেশা, যা শুধু রোগ নিরাময়ই নয়, মানুষের জীবন বাঁচানোর দায়িত্বও বহন করে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের স্বাস্থ্য খাতে যুগ যুগ ধরে চিকিৎসকরা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। তরুণদের কাছেও এই পেশা অত্যন্ত জনপ্রিয়, কারণ এটি মানুষের জন্য সরাসরি সেবা করার সুযোগ সৃষ্টি করে।"
৯ মার্চ ২০২৫ (রবিবার) নগরীর উপশহরে আল-আমিন অ্যাসোসিয়েটস পিএলসি’র উদ্যোগে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের হলরুমে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এসএমপি কমিশনার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ডা. নাজমুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন আল-আমিন অ্যাসোসিয়েটস পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল-আমিন অ্যাসোসিয়েটস পিএলসি’র চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ ওয়াহিদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রুহুল আমিন, কলেজের পরিচালক (অর্থ) ডা. সোলেমান আহমদ, ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, ডা. সুলেমান হোসেন, কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর মানজুদা আক্তার জাকারিয়া নিপা, ডা. শুয়েব আহমদ, ডা. আব্দুল মোমিন, সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, চন্দন দাস, রফিকুল ইসলাম রফিক, এম এ কাইয়ুম, আব্দুল রহিম, মঞ্জুরুল আহমদ, ডা. মোয়ামিন, ডা. শফিকুর রহমান তালুকদারসহ সিলেটের চিকিৎসা ও শিক্ষা জগতের বিশিষ্টজনেরা।
ইফতার মাহফিলে অতিথিরা দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে চিকিৎসকদের ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে স্বাস্থ্যসেবাকে আরও জনমুখী ও উন্নত করার আহ্বান জানান।