এক সপ্তাহের ব্যবধানে আবারো কাঁপলো সিলেট!
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১:৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়, যার উৎপত্তিস্থল ছিল ভারত-মিয়ানমার সীমান্ত এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার দূরে। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ২:৫৫ মিনিটে সিলেটে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও, যার মাত্রা ছিল ৫.৩।
এক সপ্তাহের ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হওয়ায় সিলেটের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ক্রমাগত ভূমিকম্পের কারণে এলাকাটি ভূকম্পনপ্রবণ হয়ে উঠতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।