পরিবর্তন হলো সিলেটের সেই শিশুপার্কের নাম!



সিলেট ট্রিবিউন ডেস্কঃ পরিবর্তন হলো সিলেট নগরীর আলমপুরে অবস্থিত সুরমা নদীর সাথে ঘেষা ‘জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক’-এর নাম। বৃহস্পতিবার (২০ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দেয়া এক বিজ্ঞপ্তিতে ওই পার্কের নাম পরিবর্তন করে ‘এম সাইফুর রহমান শিশুপার্ক’ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট সিটি করপোরেশনের আওতাধীন পার্কটির নতুন নাম ‘এম সাইফুর রহমান শিশুপার্ক’ হিসেবে অনুমোদিত হয়েছে, যা সরকারি নথিতে এভাবেই অন্তর্ভুক্ত হবে।

নগরীর দক্ষিণ সুরমার আওতাধীন আলমপুর এলাকায় ৩ দশমিক ৭৭ একর জমির ওপর নির্মিত এই বিনোদনকেন্দ্রটি ২০২১ সালের ২২ অক্টোবর উদ্বোধন করা হয়। প্রায় ২৬ দশমিক ৮৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত পার্কটিতে শিশুদের জন্য আধুনিক রাইড ও বিভিন্ন বিনোদনমূলক সুবিধা রাখা হয়েছে, যা এটি সিলেট অঞ্চলের অন্যতম প্রধান বিনোদনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

নাম পরিবর্তনের এই সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, পার্কের উন্নয়ন ও স্থানীয়দের চাহিদার কথা বিবেচনা করেই এটি করা হয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন